মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি গতকাল রবিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় ঘটে।
গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট এসএম সৌরভ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর