ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রেমদাসি বিশ্বাস (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে বাসুদেবপুর আড়ুয়াডাঙ্গা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রেমদাসি বিশ্বাস শৈলকূপা উপজেলার ভিক্ষাপর গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের স্ত্রী।
সদর থানার এসআই দেবাশীষ বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এলাকাবাসীর বরাতে জানান, শহরের পবহাটি জামাই বাড়ি থেকে ইঞ্জিন চালিত পাখি ভ্যানে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রেমদাসি বিশ্বাস। পথিমধ্যে বাসুদেবপুর আড়ুয়াডাঙ্গা ব্রিজ তাদের ভ্যানকে পেছন দিক থেকে একটি অটোরিকশা সাজোরে ধাক্কা দেয়।
এতে ভ্যানে থাকা প্রেমদাসি ও তার জামাই বিমল বিশ্বাস ছিটকিয়ে রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রেমদাসিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর