বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেই পরিবার কল্যান পরিদর্শিকা শাহনাজ পারভিনকে নড়াইলে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটায় তিনি ছাড়পত্র নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশসহ অধিদপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলোর তদন্ত চলছে। ওই সকল অভিযোগের প্রেক্ষিতে শাহনাজ পারভিনকে প্রশাসনিক বদলি করা হয়েছে।
উল্লেখ্য, মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে কর্মরত থাকা অবস্থায় গর্ভকালীন সেবা কার্ডের বিনিময়ে টাকা নেন শাহনাজ বেগম। গত ৩ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘গর্ভকালীন সেবা কার্ডে টাকা গ্রহণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষ তা নজরে নিয়ে তদন্ত শুরু করেন।
বিডি প্রতিদিন/হিমেল