টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্স না থাকায় চার অবৈধ করাতকল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গরবার দুপুরে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
দীর্ঘদিন ধরে হাটুভাঙ্গা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্স ছাড়া করাতকল মালিকরা কাঠ চিরাইয়ের কাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে হাটুভাঙ্গা এলাকার করাত কল ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, মো. হানিফ, মো. শামসুল আলম ও মো. জুলহাস মিয়ার নিকট থেকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার