মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আজ বুধবার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশৈর একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদ্রাসা পাড়ার দোয়াত আলীর ছেলে মন্টু মিয়া(৩৮)ও একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে মিলন আলী(২১)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা দেলপাড়া বাজারে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের এশটি দল অভিযান চালিয়ে ১'শ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে। এসময় তাদেও কাছ থেকে এশটি মোটর সাইকেল আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার