বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলের সামনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। এ সময় প্রয়াত নির্মাণ শ্রমিকদের স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করা হয়।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ এবং গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু।
বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী শরীফ ও মাদারীপুর জেলা সভাপতি জাকির হোসেন দর্জিসহ অন্যান্যরা।
সভায় নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকায় অন্তর্ভুক্তকরণ, ষাটোর্ধ্ব নির্মাণ শ্রমিকদের সরকারি পেনশন প্রদান এবং করোনায় মারা যাওয়া নির্মাণ শ্রমিকদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই