বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক মতবিনিময়কালে বলেছেন, 'আমি দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যতোদিন দায়িত্ব পালন করবো এই জনপদের মানুষের কল্যাণে কাজ করে যাবো।'
বুধবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, বাগেরহাট সদর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলার সম্ভাবনা, সমস্যা ও করোনীয় বিষয়ে তুলে ধরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. মো. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, মো. কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, মোয়াজ্জেম হোসেন মজনু, শেখ আবু সাইদ, এসএম সামসুর রহমান, সোহাগ হাওলাদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার