কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাকিল মিয়া (২৫)।সে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের তবকপুর গ্রামের বক্তার আলীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় নিজ শয়ন কক্ষ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শাকিলের সাথে দীর্ঘ দিন ধরে তার স্ত্রীর পারিবারিক কলহ লেগে আসছিলো। তাছাড়াও তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে দ্বিতীয় বিয়ে করে সে। ৬ মাস পর দ্বিতীয় স্ত্রীও চলে গেলে সে মানসিকভাবে দুশ্চিন্তিত হয়ে পড়ে। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবার অগোচরে সে নিজ বাড়ীর শয়ন কক্ষে ধরনার সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে রাতেই তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাকিলের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। ছয় মাসের মধ্যে দ্বিতীয় স্ত্রীও চলে যায়। মানসিক দুশ্চিন্তার কারনে শাকিল আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার