গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম,সেবা)। বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের পুলিশ অফিসার্স ক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পেয়ে আমি গর্ববোধ করছি। আমি গোপালগঞ্জে জনবান্ধব মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। এসময় মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষন, চুরি রোধে তিনি সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী, মুকুসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন, গোপালগঞ্জ প্রেসক্লাব, রিপোটার্স ফোরাম, জেলা প্রেসক্লাব, জার্নালিষ্ট ফেডারেসন নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মাসের ৪ জানুয়ারী গোপালগঞ্জ জেলায় তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং নারী পুলিশ সুপার হিসেবে তিনিই জেলায় প্রথম।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ