মানিকগঞ্জ সদর উপজেলার রাজনগর গ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম শনিরাম মালো (৩২)। তিনি ওই গ্রামের মৃত হরিদাস মালোর ছোট ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের লক্ষীমন্টপ এলাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মধ্যেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। বুধবার সকালে ক্ষেতে শনিরামের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ভাতিজা বিকাশ মালো বলেন, রাত ১০টার দিকে তার চাচা (শনিরাম) রাতের খাবার না খেয়েই ঘরে ঘুমাতে যান। সকালে ক্ষেতে চাচার লাশ পড়ে থাকার খবর পান তিনি।
বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তদন্তে মূল ঘটনা উদঘাটিত হবে।
বিডি প্রতিদিন/এমআই