কুমিল্লার বরুড়ায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের কোন নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিন বিকেলে উপজেলার ঝলম ইউনিয়নের ফকিরা-মোকাম ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ইকবাল বাহার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তবে শরীরে কোন আঘাতের দাগ নেই। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পিবিআই পরিচয় শনাক্তের জন্য ওই যুবকের আঙুলের ছাপ সংগ্রহ করবে। ধারণা করছি, গত ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার