রংপুরের তারাগঞ্জে মাটি খনন যন্ত্র (ভেকু) মেরামত করতে গিয়ে ভেকুর চালক নিহত হয়েছেন। এসময় ভেকুর মালিক আব্দুল বাকীও (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সুমন (২০)। তিনি একই ইউনিয়নের কঞ্চনা গ্রামের শুকারু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালি ইউনিয়নের হাজিপুর গ্রামের আব্দুল বাকী প্রায় ৬ মাস আগে একটি মাটি খনন যন্ত্র ক্রয় করেন। এ খনন যন্ত্রটি নষ্ট হলে বুধবার রাত ১১টার দিকে খনন যন্ত্রের মালিক আব্দুল বাকী এবং সুমন বাড়ির পাশেই উক্ত যন্ত্রটি মেরামত কাজ শুরু করেন।
এক পর্যায়ে স্প্রিংয়ের মাধ্যমে ভেকুর বাকেট উপরে উঠিয়ে নিচে নামাতে চেষ্টা করেন। বাকেট আর নিচে না নামলে চালক সুমন ভেকুর বাকেট ধরে নিচে ঝোলেন এবং আব্দুল বাকী বাকেটে লাগানো স্প্রিংয়ে লোহার রড দিয়ে আঘাত করেন। এতে সাথে সাথেই ভেকুর বাে সুমনকে মাটিতে চাপা দেয় এং আব্দুল বাকীকে আঘাত করে ছিটকে মাটিতে ফেলে দেয়।
ঘটনাস্থলেই সুমন নিহত হয় এবং আব্দুল বাকী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আব্দুল বাকীকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ইকরচালি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানায়, বৃহস্পতিবার থানায় একটি ইউডি মামলা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সুমনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
বিডি প্রতিদিন/এমআই