নীলফামারীর ডোমার উপজেলায় ৩২ জন বীরাঙ্গনার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনমাটিস্থ শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগারে অপরাজয় বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ওই বীরাঙ্গনাদের কম্বল বিতরণ করা হয়।
বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন ও সংগঠনের সমন্বয়কারী লেখক ও গবেষক আল আমীন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর