ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলায় লালমনিরহাট থেকে লাল মোহন দাস লিটন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহন ডোমার ইউনিয়নের জালিয়া পাড়া এলাকার ছত্রিশ দাসের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দেবীগঞ্জ দাখিল মাদরাসা যাওয়ার পথে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় লাল মোহন।
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বুধবার তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতার মোহন দুই সন্তানের জনক। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর