কালিয়াকৈর উপজেলার খলিসাজানি এলাকায় স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল করতে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার খলিসাজানি মৌজায় শওকত আলীর দুই ছেলে আব্দুল লতিফ ও রফিকুলের নিকট থেকে ৪ বছর পূর্বে জমি ক্রয় করে গোডাউন নির্মাণ ও চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছেন সাদিয়া আফরিন মুন্নী। কয়েকদিন আগে ওই জমির কিছু অংশে বাউন্ডারী নির্মাণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে আসে এবং বাউন্ডারী নির্মাণে বাধা প্রদান করেন।
এসময় ওই জমির কেয়ারটেকার শাহআলম মিয়া প্রতিবাদ করতে গেলে ভূমিদস্যুরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতাবস্থায় তাকে এলাকাবাসি উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় আজ সোমবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আমিই ওই জমির মালিক, তাই বাউন্ডারীর নির্মানের কাজ বন্ধ করে দিয়েছি। এ ব্যপারে কালিয়াকৈর থানার উপ পরিদর্শক জামাল উদ্দিন জানান, জমি নিয়ে একটি হট্টগোল হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ