শিক্ষা জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের চাকরির নিরাপত্তা প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার ব্যানারে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা শিক্ষা জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের চাকরির নিরাপত্তা প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সমস্যা সমাধানে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা