মেহেরপুর মুজিবনগর সড়কে বামন পাড়া শ্মশান ঘাট মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে।
আহতরা হলেন- মেহেরপুর মুজিবনগর উপজেলার আনসারুল্লাহ ও তার ছেলে আজিম, মেহেরপুর কোট পাড়ার সোহেল, অপর একজনের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় এলাকা বাসী জানান মেহেরপুর মুজিবনগর সড়কে শ্মশান ঘাট মোড়ে উভয় দিকে থেকে দ্রুত বেগে আসা দুটি মোটরসাইকেল তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে রাস্তার উপরে পরে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে আজিম, আনসারুল্লাহ ও সোহেলকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ