নেত্রকোনার মদন উপজেলার প্রত্যন্ত এলাকার যুবায়িদ (২৫) নামের এক যুবক গত রাতে স্ত্রীকে ঘুমাতে বলে বাইরে গিয়েছিলেন। আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহুরা গ্রামে নিজ বাড়ির পিছনের হিজল গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যুবায়িদ ওই গ্রামের রাশিদ ফকিরের ছেলে।
ওসি মো. মাসুদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, নিজ বাড়ির পিছন থেকে যুবায়িদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
ওসি আরও জানান, যেহেতু রাতের ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়া লাশ দেয়া যাবে না।
পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার প্রতিদিনের মতো কৃষি কাজ করে রাতে হাওর থেকে বাড়িতে আসেন যুবায়িদ। খাওয়া দাওয়া শেষে স্ত্রীকে 'ঘুমিয়ে পড়ো' বলে ১১টার দিকে ঘর থেকে আবারে বেরিয়ে যান। পরে রাত আনুমানিক ২টার দিকে স্ত্রীর ঘুম ভাঙে। স্বামীকে পাশে না পেয়ে যুবকের আত্মীয়কে ডাকতে থাকেন। তার স্বামী এখনো ঘরে আসেনি এ কথা বললে সেকুল মিয়া টর্চ লাইট নিয়ে বাড়ির পিছনে গিয়ে হিজল গাছের সাথে তার ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এসে মদন থানায় খবর দেয়। পরে সকালে গিয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/ফারজানা