নীলফামারীর ডিমলা উপজেলায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের কুটিপাড়া (গুচ্ছগ্রামে) রুপালী ব্যাংক লিমিটেড ডিমলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় এর সার্বিক তত্ত্বাবধান করেন। এসময় ২০০ দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপালী ব্যাংক রংপুর বিভাগের জিএম মো. আব্দুর রহিম, ডিজিএম আবদুল্লাহ আল মাহমুদ, রপালী ব্যাংক রংপুর সেন্ট্রাল রোড শাখার ম্যানেজার মো. আতিকুজ্জামান, ডিমলা রুপালী ব্যাংক শাখার ম্যানেজার মো. রকিবুল ইসলাম সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই