ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় বড়তল্লা গ্রামের শেখ বাড়ির মিলন মিয়ার সিএনজি চালিত অটোরিক্সার সাথে এইক গ্রামের আনসার আলী বাড়ির কাউসার মিয়ার ধাক্কা লাগে।
এ নিয়ে মিলন মিয়াকে কাউসার মিয়া মারধর করে। এর জের ধরে আনসার আলী ও শেখ বাড়ির লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার এড়াতে আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার