ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এসময় আরো ৬ জন আহত হয়েছে। হতাহতরা সবাই ঢালাই মিস্ত্রি। নিহতদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
নিতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালি বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঝিনাইদহের পুলিশ সুপার মনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহতরা সকলেই নসিমনের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাটিয়া নামকস্থানে একটি ঢালাই কাজ করে নছিমনযোগে বাড়ি ফিরছিল মিস্ত্রিরা।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        