বগুড়ায় বাবু মিয়া (৫০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামে।
বগুড়া জেলা কারাগারের সুপার মনির আহমেদ বলেন, ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হন বাবু মিয়া। পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
বগুড়া জেলা কারাগারের সুপার আরও বলেন, সোনাতলায় ২০০৮ সালের একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন বাবু মিয়া। পরে ২০১৫ সালে ওই মামলার রায়ে তাকে ৩০ বছরের সাজা দেন আদালত।
বিডি প্রতিদিন/এমআই