বাংলাদেশ যাত্রা ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার পর নতুন কমিটি ঘোষণা করা হয়। আক্তারুজ্জামান বাসারকে সভাপতি এবং রফিকুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান কবির শাহীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলোয়ার হোসেন।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বুলবুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হক মুকুল, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক লাভলী আহমেদ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মুকুট ও নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই