খুলনার রূপসায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মহিদুল আনন্দনগর গ্রামের মৃত ছহির উদ্দিন মোল্লার ছেলে। পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আজ শনিবার সকালে মহিদুল শরীকদের সাথে বিরোধপূর্ন জমি পরিষ্কারের কাজ করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ