টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এম ওয়াজেদ আলীর উপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটে দল। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে বিশাল মানববন্ধন করেছে উপজেলা কলেজ শিক্ষক সমিতি। শুক্রবার রাত প্রায় আটটা’র সময় পৌর এলাকার বিসমিল্লাহ লাইব্রেরীর সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষক তিনজনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি মামলা করেছেন। ওই রাতেই ইফতি (২৩) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় বিসমিল্লাহ লাইব্রেরীর দোকানে কিছু কাগজ ফটোকপি করতে যায় কলেজ শিক্ষক এম ওয়াজেদ আলী। দোকানদারের সাথে ফটোকপির দরদাম নিয়ে কথা বলার এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে কয়েকজন বখাটে তার উপর হামলা করে। আহত অবস্থায় তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার অন্যান্য আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করে উপজেলা কলেজ শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ এম.এ রউফ, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই রাসেল, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, অমির উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসাইন, সখীপুর মডেল গভ: সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রহিজ উদ্দিন প্রমুখ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে ছাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়ছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল