গোপালগঞ্জের মুকসুদপুরে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার রাঘদী ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।
পরে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকেরহাট বন্দর উত্তরপাড়ে গিয়ে শেষ হয়। এসময় ডা. মোঃ মোসলেহ্ উদ্দিন শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আনোয়ার হোসেন, সাবেক মেম্বর সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক মেম্বর আক্তার মোল্লা, সাবেক মেম্বর নুর আলী বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে নিহতের স্বজনরাসহ পাঁচ শতাধিক ইউনিয়নবাসী অংশ নেয়।
উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে আধিতপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপিল চেয়ারম্যানদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ