কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে আচমিতা ইউনিয়নের দক্ষিণ পাঁচগাতিয়া গ্রামের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে নানার বাড়িতে যাবার জন্য বানিয়াগ্রাম বাজারে বাবার হোটেল থেকে মিষ্টি নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি পরিবহন বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ