ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি গ্রামের অসহায় রহিমা বেগম-আব্দুল মান্নাফ দম্পতি দীর্ঘদিন ধরে জীর্ণ ভাঙা ঘরে শীতে মানবেতর জীবনযাপন করছেন।
খবর পেয়ে শনিবার দুপুরে টিন, চাল-ডাল কম্বল ও নগদ অর্থ নিয়ে ছুটে যান ঝালকাঠির তরুণ ব্যবসায়ী সমাজসেবক ছবির হোসেন।
এ সময় সাংবাদিক পলাশ রায়, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও সাংবাদিক আতিকুর রহমানসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বৃদ্ধা রহিমা বেগম জানান, তিনি অন্যের বাড়িতে ও রাস্তার কাজ করে দুবেলা খাবার জোগাড় করে থাকেন। অসুস্থ স্বামীর চিকিৎসা এবং ওষুধের খরচ মেটানো অনেক কষ্টসাধ্য হওয়ায় ৩ বছর ধরে ঘরের অবস্থা ভালো ছিল না। ছবির হোসেনের সহযোগিতায় নতুন করে আবার ঘর মেরামত করে বসবাস করতে পারবেন বলে জানান তিনি।
ব্যবসায়ী ছবির হোসেন জানান, রহিমা বেগমের কষ্টের জীবনযাপনের খবর দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই নিজ অর্থায়নে ২ বান্ডিল ঢেউ টিন, এক বস্তা চাল, ডাল, আলু, তেল ও কম্বল এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছি। এটা আমার দায়িত্ব। তবে সকলের উচিত সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো।
প্রসঙ্গত, ছবির হোসেন বিভিন্ন অসহায় দরিদ্র ব্যক্তি ও পরিবারকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন।
বিডি প্রতিদিন/এমআই