১৬ জানুয়ারি, ২০২১ ২৩:০৮

পাবনায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পাবনা প্রতিনিধি

পাবনায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

দেশব্যাপী চলমান মৃদু শৈতপ্রবাহে পাবনায়ও প্রচন্ড শীত ও কুয়াশা পড়ছে। গত দুইতিনধিন ধরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে। 

ঈশ্বরদী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, পাবনার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পৌষের শেষে কনকনে ঠান্ডা এবং বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন।  

ঘন কুয়াশায় মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও নেই কোনো উত্তাপ। ঠান্ডা আর উত্তরের হিম বাতাসে জনজীবনে জবুথবু অবস্থা বিরাজ করছে। শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য সব বয়সীদের পাবনা ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে চিকিৎসার জন্য ভিড় করতে দেখা গেছে। তবে শিশুদের সংখ্যা বেশি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর