বরিশাল-বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া এলাকায় ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঝালকাঠির বীরমহল গ্রামের মো. সুমন এবং তার শিশুপুত্র মো. হাছিব।
বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বিকেলে সুমন তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে চৌয়ারীপাড়া অতিক্রমকালে (ঝালকাঠি ও বানারীপাড়ার সিমান্তবর্তী) বিপরীতমুখী একটি স্যালোমেশিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুমন ও সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে।
শেবাচিমের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সুমনের স্ত্রী বানারীপাড়াা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি হেলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার