সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে দুই মেয়েসহ বিষপানে আত্মহত্যা করেছেন মা। রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ইসলামপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন (৪০) এবং দুই মেয়ে রাজিয়া খাতুন (২২) ও লাবনী (১১)।
স্থানীয়ারা জানান, লাল মিয়ার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে দ্বিতীয় স্ত্রী জাহানারা সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে জাহানারা খাতুন দুপুরে স্বামী লাল মিয়ার সাথে ফোনে কথাকাটাকাটি করেন। এরপর ঘরের মধ্যে থাকা বিষ জাতীয় দ্রব্য নিজে ও দুই মেয়েকে পান করান। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে পোতাজিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, মা ও দুই মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। যে বিষ তাদের ঘরেই রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল