ঢাকার ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে যারা ২০১৯ সালের হালনাগাদে ভোটার হয়েছেন, তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় এই স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির।
এসময় লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড নেন ভোটাররা। স্মার্ট কার্ড সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণের কার্যক্রম চলবে বলে জানা গেছে।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, ধামরাই পৌরসভা আধুনিকরণের ছোঁয়া লেগেছে। তাই পৌরবাসীর ভোটারদের মাঝে স্মার্ট কার্ড তুলে দিয়ে উন্নয়নের আরও একধাপ এগিয়ে নিলাম। এসময় তিনি ধামরাই পৌরসভা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        