১৮ জানুয়ারি, ২০২১ ১৫:০৬

নেত্রকোনায় গ্রামীণ ১২ নারীকে প্রণোদনা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় গ্রামীণ ১২ নারীকে প্রণোদনা

বাল্য বিবাহ প্রতিরোধ ও কন্যা শিশুদের আয়মূলক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করা নিয়ে নেত্রকোনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবে হলরুমে নারী প্রগতির বারহাট্টা কেন্দ্রের উদ্যোগে নারীদের আয়ের প্রাপ্য ও সরকারি সুযোগ সুবিধা বিষয়ক এই কর্মশালায় গ্রামীণ ১২ নারীকে প্রণোদনা দেয়া হয়েছে। সোমবার বেলা ১২ টায় কর্মশালা শেষে এসকল প্রণোদনা তুলে দেয়া হয়। 

এসময় জেলার বারহাট্টা ও সদর উপজেলার নারীরা সেলাই মেশিন, কাপড়, মৎস্য চাষের উপকরণ  এবং মুদি দোকানের জন্য কাঠের তৈরী সেলফ ও আর্থিক সহায়তা পেয়ে আগামীতে আরো নারীদেরকে উৎসাহ দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। 

এর আগে কর্মশালায় জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে আলোচনা করেন সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার গাজী মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রহিমা আক্তার, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী এবং সঞ্চিতা মল্লিক। 

সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধের উপর জোর দেন। পাশাপাশি নারীদের আয়ের সাথে যুক্ত হওয়ার সরকারী সুযোগ সুবিধাসমূহ তুলে ধরেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর