১৮ জানুয়ারি, ২০২১ ১৬:০০

ঋণের চাপে কুমিল্লায় গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

ঋণের চাপে কুমিল্লায় গৃহবধূর আত্মহত্যা

আসমা আক্তার

ঋণের চাপে কুমিল্লা সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে। মৃত আসমা বেগম ওই গ্রামের রিকসা চালক স্বপন মিয়ার স্ত্রী। পুলিশ আজ সোমবার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মৃত ওই গৃহবধূ আসমা আক্তারের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা স্বপন মিয়া রিকসা চালান। তারা দুই ভাই এক বোন। এই আয়ে তাদের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিলো। তার মা এনজিও প্রত্যয়, আশা ও ব্রাক থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার ২৫০০ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিলো। আজ সোমবার কিস্তি দেয়ার কথা। কিন্তু গতকাল রবিবার (১৭ জানুয়ারী) পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। তাই লজ্জায় ও ক্ষোভে কিস্তির চাপ থেকে মুক্তি পেতে সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বলেন, উপ-পরিদর্শক শেখ মফিজুল ইসলাম লাশ উদ্ধার করেছেন। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর