২২ জানুয়ারি, ২০২১ ১৮:০৫

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে নিবাসীর মৃত্যু; তদন্ত কমিটি গঠন

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে নিবাসীর মৃত্যু; তদন্ত কমিটি গঠন

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় নিবাসী নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদকে প্রধান করে বৃহস্পতিবার রাতেই এ কমিটি গঠন করেন গাজীপুরের জেলা প্রশাসক। 

কমিটির অপর দুই সদস্য হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম। শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং কিভাবে মারা গেলেন সে বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে রিজউদ্দিন মোল্লা নামে ভারতের চব্বিশ পরগনার এক নিবাসীর রহস্যজনক মৃত্যু হয়। সে ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর