২৩ জানুয়ারি, ২০২১ ১৩:১৪

বাড়ি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ১০৯১ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাড়ি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ১০৯১ জন

সারাদেশে একযোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন।

জেলায় প্রথম দফায় ১ হাজার ৯১ জন বাড়ি পেয়েছেন। এর মধ্যে সদর উপজেলা ৩২, বিজয়নগরে ১০০, সরাইলে ১০২, নবীনগরে ৪৮৫, নাসিরনগরে ৯১, বাঞ্ছারামপুরে ৬৪, আশুগঞ্জে ৬৮, কসবায় ১০৪ ও আখাউড়ায় ৪৫ গৃহহীন পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলার ১ হাজার ৯১ জন উপকারভোগীর মাঝে এসব বাড়ির দলিল হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ।

এছাড়া জেলা সদরে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর