‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এমন স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে ১২ উপজেলার ৬১৩ দরিদ্র গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দরিদ্র-আশ্রয়হীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল তুলে দেন।
এর আগে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়াত দলিল তুলে দেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অন্যান্য উপজেলাগুলোতেও সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ বাসগৃহের কবুলিয়াত দলিল উপকারভোগীদের হাতে তুলে দেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ