আজ শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন ভাঙ্গার ২৫০ জন ভূমিহীন ও গৃহহীন ব্যক্তি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দলিলসহ আনুষঙ্গিক কাগজপত্র ২৫০ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল-আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান প্রমুখ।
এ সময় জমির দলিল ও ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে বর্তমান ক্ষমতাসীন সরকারের সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর