২৩ জানুয়ারি, ২০২১ ১৫:১৬

যশোরে পাকা ঘর পেল ৬৬৬ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পাকা ঘর পেল ৬৬৬ গৃহহীন পরিবার

যশোরে ৬৬৬ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও পাকা ঘর প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সংশ্লিষ্টদের মাঝে জমি ও ঘরের কাগজপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, যশোর সদর উপজেলায় ২৯০, বাঘারপাড়ায় ১৪, ঝিকরগাছায় ১৯, চৌগাছায় ২৫, মণিরামপুরে ১৯৯, অভয়নগরে ৫৭, কেশবপুরে ১২ এবং শার্শা উপজেলা ৫০ পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই শতক জমি, রঙিন টিনের ছাউনি দেওয়া দুই রুমের পাকা ঘর, রান্নাঘর ও টয়লেট দেওয়া হয়। প্রতিটি ঘরের জন্য এক লাখ ৭১ হাজার টাকা করে খরচ হয়েছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর