২৩ জানুয়ারি, ২০২১ ১৬:০২

সুন্দরবনে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারী গ্রেফতার

শেখ আহসানুল করিম, বাগেরহাট :

সুন্দরবনে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারী গ্রেফতার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে শিকার করে আনা ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারী ও পাচারকারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসস্ট্যান্ডের কাছ থেকে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্য মো. ইলিয়াস হাওলাদার (৩৫) ও মো. মনিরুল ইসলাম শেখকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত মনিরের শরণখোলা উপজেলার বাসস্ট্যান্ডের এলাকার বাসা থেকে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে। 

গ্রেফতারকৃত সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রাণী পাচারকারী মো. ইলিয়াস হাওলাদার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে ও মো. মনিরুল ইসলাম শেখ শরণখোলা উপজেলার বাসস্ট্যান্ডের এলাকায় বর্তমানে বসবাস করলেও সে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় দুপুরে তার অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, পুলিশের বর্তমান আইপিপি’র নির্দেশে বাগেরহাট পুলিশ সার্বক্ষণিক ভাবে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল গ্রেফতারকৃত মনিরের বাসার সামনে গেলে মনির ও ইলিয়াস পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরের দেওয়া তথ্য মতে, তার বাসার দোতালা ঘরের কাঠের পাটাতনের উপর থেকে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর