নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা (৩১) ও মিজানুর রহমান তালুকদার (২৫)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪৫০ টাকা ও চাঁদা আদায়ের ১টি হিসেবের খাতা জব্দ করা হয়।
এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। র্যাব জানায়, সকালে পরিচালিত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার