২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী চর্চা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সংগঠক আবদুন নূর।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ তফছির, জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান,  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ৬৯-এর গণ আন্দোলনকে শহরের মধ্যবিত্তের গণ্ডি থেকে গ্রামের কৃষকসহ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। গণ আন্দোলনের  মাধ্যমে মওলানা ভাসানী স্বৈরশাসক আইয়ূব খানকে বাধ্য করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তিদানসহ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে। পরবর্তী সময়ে আইয়ূব খানও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর