২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৫৭

ফুটন্ত রসের কড়াইতে পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু, দাদা আহত

ফেনী প্রতিনিধি:

ফুটন্ত রসের কড়াইতে পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু, দাদা আহত

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীর দক্ষিণ চর দরবেশের নামারচর এলাকায় খেজুরের ফুটন্ত রসের কড়াইতে পড়ে ঝলসে গিয়ে মোহন (সাত মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে শিশুটির দাদা আবুল হোসেন (৬৫) । শনিবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহন মো. মাসুদের ছেলে। তিনি পেশায় কৃষক। 

এলাকাবাসী জানান, আবুল হোসেন খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন। শনিবার সকালে আবুল হোসেনের স্ত্রী বড় টিনের পাত্রে রস গরম করে গুড় তৈরি করছিলেন। এসময় আবুল হোসেন তার নাতি মোহনকে কোলে নিয়ে স্ত্রীর সাথে কথা বলছিলেন। হঠাৎ তার মাথা ঘুরে খেজুরের রসের গরম পাত্রে পড়ে যায়। এতে মোহন ও তিনি ঝলসে যায়। বাড়ি লোকজন দুইজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মোহনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাতে মোহনের মৃত্যু হয়।  

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাদেকুল করিম জানান, গরম রসে মোহনের মাথাসহ ৩৫ শতাংশ ও আবুল হোসেনের দুই হাতসহ ১০ শতাংশ ঝলসে গেছে।   


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর