২৪ জানুয়ারি, ২০২১ ২১:০৯

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; এখনো ৯ জেলে নিখোঁজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; এখনো ৯ জেলে নিখোঁজ

প্রতীকী ছবি

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে  “এফভি যানযাবিল” নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এঘটনায় ৪ জেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোস্টগার্ডের সদস্যরা। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৯ জেলে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, শনিবার ভোরে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম হতে ৩৫ নটিক্যাল  মাইল দূরে ২৬ জন মাঝিমাল্লা নিয়ে “এফভি যানযাবিল” নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া ২৬ জন জেলের মধ্যে ১৩ জন জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলারেরর সহযোগিতায় উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। শনিবার সকালে কোস্টগার্ড জাহাজ বিসিজি এস শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌছায়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৯ জেলে। বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর