বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ছয় মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হল বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকার মো. আবুল মোল্লার ছেলে মো. শাজাহান (৩৫), শেরেবাংলা নগর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. শামীম শেখ (৩০), দক্ষিণ চেলোপাড়া এলাকার মৃত ইন্দ্রাশন রায়ের ছেলে হিরন রায় (৪২), মো. শুকুর আলীর ছেলে মো. নাঈম (২০), শাজাহানপুর উপজেলার দাড়িকামাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২৫) ও বনানী গণ্ডগ্রাম এলাকার মো. শাহাদত হোসেনের ছেলে মো. গোলাম রব্বানী (২৮)।
বগুড়া র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা মাদকদ্রব্যসহ দেশীয় তৈরি চোলাই মদ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন