২৬ জানুয়ারি, ২০২১ ১৪:২৪

পটুয়াখালীতে তিন লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে তিন লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর রাবনাবাদ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। 

এ সময় জেলে অথবা মাঝি কাউকে আটক করতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এসব মাছ ও জাল জব্দ করা হয়। পরে আজ মঙ্গলবার দুপরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের উপস্থিতিতে এসব অবৈধ জাল কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা ও এ.এস আই কামরুল ইসলাম। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর