রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে শালিস বৈঠক শেষে বাড়িতে হামলা চালিয়ে আব্দুল কাদের প্রামানিক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের প্রামানিক (৬৬) ওই গ্রামের মৃত জামাল উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ সাইদুল ইসলাম নামে এক জামায়াতের আমীরকে আটক করেছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত বাজেদ ক্বারীর ছেলে বাহাদুর মিয়ার সাথে তার প্রতিবেশী চাচা আব্দুল কাদের প্রামাণিকের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলছিল। ওই মামলাগুলোতে বাহাদুর মিয়া বার বার হেরে যাওয়ার পর শুক্রবার স্থানীয় গাবুড়া নেছাব উদ্দিন বাজারে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়ার একটি সালিশী বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে বৈঠকটি পণ্ড হয়ে যায়। এদিকে ঘটনার পর পরই বাহাদুর মিয়া তার দলবল নিয়ে আব্দুল কাদের প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের এলোপাতারি মারপিটে আব্দুল কাদের প্রামাণিক গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্দের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ওই ওয়ার্ডের জামায়াতের আমীর সাইদুল ইসলাম আটক করে।
পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশীষ কুমার রায় বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল