লাগেজে থাকা প্রেসক্রিপশনের সূত্র ধরে দীর্ঘ দুইমাস পর ময়মনসিংহের এক গৃহকর্মী হত্যা রহস্যের জট খুললো। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। নিহত সাবিনা সদর উপজেলা উজান ঘাগরা গ্রামের সিরাজুল ইসলাম শিরুর মেয়ে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গৃহকর্মী সাবিনাকে প্রায়ই মারধর করতেন মেরিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সোহাগ ও তার স্ত্রী রিফাত জেসমিন। অসুস্থ থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় সাবিনার। পরে তাকে বেধড়ক পেটায় জেসমিন। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাগেজে ভরে মরদেহ গুম করতে স্ত্রীকে সহায়তা করে স্বামী জাকির।
তিনি আরও জানান, তদন্তভার পেয়ে মামলার কোনো কুলকিনারা পাচ্ছিল না পিবিআই। পরে লাগেজে থাকা প্রেসক্রিপশন পেয়ে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।
এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, সাবিনার মরদেহ বস্তাবন্দী করে লাগেজে ভরে গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকার জোড়া ব্রিজের নীচে পানিতে ফেলে দেয় ওই দম্পতি। তদন্তের পর বুধবার রাতে সদর উপজেলার বাড়েরা থেকে ইঞ্জিনিয়ার আবুল খায়ের ও তার স্ত্রী রিফাত জেসমিনকে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে তারা জেল হাজতে আছে।
বিডি প্রতিদিন/হিমেল