রাজবাড়ীতে ৩৬ হাজার করোনার টিকা এসে পৌঁছেছে। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে টিকাগুলো রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছায়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার রেজওয়ানার নাহিদ, পুলিশ সুপারের প্রতিনিধি মো. সাঈদুর রহমান খান, ফরিদপুর ঔষুধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার ও বেক্সিমকো ফার্মার এরিয়া সেলস এক্সিকিউটিভ শুখ রঞ্জন বসুসহ বিভিন্ন কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, সকালে টিকাগুলো আসার সাথে সাথে সেগুলো আমরা গ্রহণ করে সিভিল সার্জন অফিসের স্টোর রুমে রেখেছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজবাড়ীতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হতে পারে।
প্রথমে স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা অগ্রাধিকারের ভিত্তিতে টিকাগুলো পাবেন। পর্যায়ক্রমে রাজবাড়ীর সব শ্রেণি-পেশার মানুষকে এই টিকাগুলো দেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই