চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক মাসে আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি উপজেলার পদুয়ার আহমদ হোসেনের ছেলে। গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে নিখোঁজ আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে।
প্রসঙ্গত, নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ২ জানুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
বিডি প্রতিদিন/এমআই